দেশিয় ফল সংরক্ষণ করে বিদেশে রপ্তানির আশা কৃষি উপদেষ্টার

জাতীয় ফল মেলার উদ্বোধনে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
0

দেশিয় ফল সংরক্ষণের ব্যবস্থা করে বিদেশে রপ্তানির আশাবাদ জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকালে রাজধানীর ফার্মগেটে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

এসময়, শুধু বিদেশি ফল না খেয়ে দেশি ফল খাওয়ার আহ্বানও জানিয়েছেন কৃষি উপদেষ্টা। 

এর আগে, কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করেন তিনি। মেলায় সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। 

ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফলও কিনতে পারছেন এখানে।

এসএইচ