বিমান বিধ্বস্ত: তিন নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি মহাসচিব

তিন নিহত শিশু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল
দেশে এখন
1

বিএনপির পক্ষ থেকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ি একই এলাকার তিন নিহত শিশু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) বেলা ১২টায় নিহতদের পরিবারের সাথে দেখা করেন তিনি।

মির্জা ফখরুল জানান, যেকোনো প্রয়োজনে এই তিন পরিবারের পাশে থাকবে বিএনপি। পরে নিহত তিন শিশুর কবর জিয়ারত ও দোয়া করেন তিনি।

সোমবার ক্লাস শেষে কোচিং করছিলেন নিহত আরিয়ান, বাপ্পি ও হুমায়ের।

পরে বিমান দুর্ঘটনার একজন ঘটনাস্থলে ও বাকি দুইজন হাসপাতালে মারা যায়। এর মধ্যে বাপ্পি ও হুমায়ের ক্লাস থ্রি ও আরিয়ান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তিনজনেরই বাসা দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায়।

এদিকে আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তার প্রেস উইং থেকে জানানো হয়, এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (২১ জুলাই) উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনা ঘটে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর ১টা ১৮ মিনিটে স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়।

সেজু