বিজয় র‍্যালির ভোগান্তির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

বিএনপির লোগো
দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বিজয় র‍্যালি করে বিএনপি। এ কর্মসূচি পালন করতে গিয়ে যানজট ও মানুষের ভোগান্তির কারণে দুঃখপ্রকাশ করেছে দলটি।

আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিজয় র‍্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল (বুধবার, ৬ আগস্ট) ঢাকায় বিজয় র‍্যালি করে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ র‍্যালি শাহবাগে শেষ হয়।

বিজয় র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন মানুষ। নয়াপল্টনে র‍্যালি-সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসএস