সিলেট সীমান্তে বিজিবির অভিযানে চোরাকারবারীদের অতর্কিত হামলা

অভিযানে জব্দ গরু-মহিষ ও আটক চোরাকারবারী
অপরাধ
এখন জনপদে
0

সিলেট সীমান্তে অভিযানকালে বিজিবি সদস্যদের ওপর দলবেধে হামলা চালিয়েছে চোরাকারবারীরা। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে বিজিবি, র‍্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষও জব্দ করা হয়।

বিজিবি জানায়, গত ২ দিনে বিভিন্ন সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে দু’টি গ্রুপের বিপুল পরিমানে ভারতীয় মহিষ এবং গরু আটক করে।

আরও পড়ুন:

এ সময় তেরাপুর গ্রামে চোরাকারবারীদের একটি সংঘবন্ধ দল বিজিবি টহলদলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন।

পরে র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বিজিবির ওপর হামলায় জড়িত ১ চোরাকারবারীকে আটক করা হয়।  

এ বিষয়ে বিজিবি ৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অব্যাহত রয়েছে।

এসএইচ