ইসতিয়াক আজিজ উলফাত বলেন, ‘টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জেলা কমিটি দেয়া হয়েছে। যেখানে আওয়ামী লীগের সদস্যের পাশাপাশি অমুক্তিযোদ্ধাদেরও সদস্য করা হয়েছে। এসব অভিযোগের বিষয় এরইমধ্যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাসচিবকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি।’
এসব অভিযোগের বিষয় দ্রুত পদক্ষেপ নেয়া না হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ থেকে পদত্যাগে করে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।