পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
দেশে এখন
0

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। আজ (রোববার, ২৪ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়। প্রথমে তারা একান্তে এবং পরে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, এবং দুই দেশের জনগণের মধ্যে চলাচল সহজ করার মতো দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর আগে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গেও বৈঠক করেন।

আজ বিকেলে ইসহাক দার প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল, সফরের প্রথম দিনে তিনি পাকিস্তান দূতাবাসে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর দলটি জানায়, দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে অর্থবহ আলোচনা হয়েছে বলে জানা যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হলেও বিএনপি পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এনএইচ