আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সে সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে দুদকসহ বিভিন্ন সরকারি সংস্থা মাঠে কাজ করবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে কেউ কালো টাকার ছড়াছড়ি করলে ব্যবস্থা নেবে দুদক। প্রয়োজনে সংস্থাটির বিশেষ দলও মাঠে নামবে।’