‘সেনা মোতায়েনের নির্দেশনা দেয়া হয়নি, ভবিষ্যতে এ দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই’

ছাত্রসংসদ নির্বাচন সংক্রান্ত আইএসপিআরের বিবৃতি

সেবাবাহিনী ও ডাকসু ভবন
দেশে এখন
4

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়া হয়নি। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন-সংক্রান্ত বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

সকলকে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে এসব কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এর আগে, গত ২৬ আগস্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার গোলাম রব্বানী জানিয়েছিলেন, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশ পথ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কেন্দ্রগুলোকে ঘিরে রাখবে যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে।

এনএইচ