আটককৃত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সিংগাইর থানার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের পুত্র আশরাফুল ইসলাম সাজিদ, যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের পুত্র জাহিদ হোসেন ও যশোরের ঝিকরগাছাা উপজেলার শিমুলিয়া ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের পুত্র সুজন কুমার বাপ্পি।
আরও পড়ুন:
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ সকালে নিয়মিত টহল দল কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
তিনি জানান, এসময় আটককৃত ব্যক্তিদের মানিব্যাগ ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরও জানায় ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।