যশোরে পৃথক অভিযানে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ৩

স্বর্ণের বারসহ আটককৃত ব্যাক্তিরা
এখন জনপদে
0

যশোরে দুইটি পৃথক অভিযান চালিয়ে ৩৬টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে সদরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকার বেশি বলে দাবি করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সিংগাইর থানার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের পুত্র আশরাফুল ইসলাম সাজিদ, যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের পুত্র জাহিদ হোসেন ও যশোরের ঝিকরগাছাা উপজেলার শিমুলিয়া ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের পুত্র সুজন কুমার বাপ্পি।

আরও পড়ুন:

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ সকালে নিয়মিত টহল দল কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে।

তিনি জানান, এসময় আটককৃত ব্যক্তিদের মানিব্যাগ ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরও জানায় ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

ইএ