নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

বিক্ষোভ
এখন জনপদে
দেশে এখন
1

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম, কুষ্টিয়া, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

গতকাল (শুক্রবার, ৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে গণঅধিকার পরিষদের রাজশাহী মহানগরের নেতাকর্মীরা। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

রাত সোয়া ১২টার দিকে নগরীর গণকপাড়া মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় গণঅধিকারের বিক্ষুব্ধ কর্মীরা। রাত ১১টার দিকে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ। পরে দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতারা। রাত সাড়ে ১০টায় শহরের থানা মোড় মিছিল বের করে নেতাকর্মীরা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এছাড়া নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। এসময় তাদের সঙ্গে মিছিলে যোগ দেয় এনসিপির নেতাকর্মীরা।

এসময় নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। এসময় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তোলেন তারা।

এসএস