তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক রূপান্তরের অত্যন্ত সংবেদনশীল সময় অতিক্রম করছে দেশ। গণঅধিকারের নেতাকর্মীদের ওপর হামলার মতো অস্থিতিশীল ঘটনা যেন আর না ছড়িয়ে পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।
তিনি লেখেন, গণতন্ত্র নিশ্চিতে আমাদের আরও সংযম ও সহনশীলতা প্রদর্শন করতে হবে। গত বছরের গণ-আন্দোলনের প্রকৃত চেতনা আবারও বিরাজমান হতে হবে। দেশকে অবশ্যই জনতার শাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, জনগণকে গণতান্ত্রিক পথে অগ্রসরের মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো।
এসময় তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।