তিনি বলেন, ‘নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং চোখে আঘাত নিয়ে নুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার চিকিৎসার জন্য নাক-কান-গলা বিশেষজ্ঞ ও নিউরোসার্জনসহ ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’
আরও পড়ুন:
পরিচালক জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ অনেকটা কমে এসেছে। সার্বিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে মানসিক ট্রমার কারণে কিছু জটিলতা রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।