মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে না। দেশে ফিরতে তারেক রহমানের কোনো সহায়তার প্রয়োজন হলে সেটা অবশ্যই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।।’
তিনি বলেন, ‘তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো।’
আরও পড়ুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কি না এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এর উত্তরে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে এক দফা চিঠি দেয়া হয়েছে। নতুন করে আর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।’
বাংলাদেশে অভিবাসী প্রত্যাশীদের খরচ বেশি হওয়ায় মানুষ ঝুঁকি নিয়ে বিদেশ যায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তবে নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।