২০১৪ ও ১৮ সালের নির্বাচনী প্রক্রিয়া মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম
দেশে এখন
0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ বাহিনীকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনী প্রক্রিয়া মাথা থেকে ঝেড়ে ফেলার নির্দেশ দিয়েছেন। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল, তার পরে নির্বাচন কমিশন।’

রাজনৈতিক দলগুলোকে তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চায় সরকার।

আরও পড়ুন:

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১৪, ১৮ নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। মাদক আর দুর্নীতি আমরা কমাতে পারিনি। তবে পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো, পোস্টিং লটারির মাধ্যমেই হবে।’

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, ‘এ প্রশিক্ষণের মধ‍্যে আমরা জানবো, কীভাবে চাপের মধ‍্যেও জনগণের জন্য দায়িত্ব পালন করা যায়।’

এসএইচ