তারেক রহমান ভোটার হননি, পরেও সুযোগ থাকবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
দেশে এখন
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে, ইসি যদি সিদ্ধান্ত দেয় তাহলে পরে তিনি ভোটার হতে পারবেন বলেও জানান তিনি।

আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ইসি সচিব আখতার বলেন, ‘প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি জানান, বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া কমিশন নির্বাচনি প্রস্তুতি জোরদার করেছে এবং ভোটার নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করছে বলেও জানান তিনি।

এসএইচ