রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. আলী রিয়াজের

জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনাসভা ও ড. আলী রিয়াজ
রাজনীতি
0

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে অর্থবিল আর আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে বলে ঐকমত্য কমিশনকে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আজ (রোববার, ২৭ এপ্রিল) বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল।

জুলাই আন্দোলনের পর জন-আকাঙ্ক্ষায় রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ৫ সংস্কার কমিশনের ১৬৬ টি সুপারিশ নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। ইতোমধ্যে প্রথম দফায় বিএনপি, জামায়াত, এনসিপির মত দলগুলোর সাথে বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে মতামত নিয়ে এক জায়গায় আসার চেষ্টা চলেছে।

যেখানে প্রধানমন্ত্রীর পদে কতবার থাকা যাবে, সংসদের উচ্চ-কক্ষ, নিম্নকক্ষ, সংখ্যানুপাতিক আসন বণ্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মত সুপারিশগুলোতে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট।

আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের সাথে বসে ঐকমত্য কমিশন। যেখানে ১৩৮ সুপারিশে একমত পোষণ করেছে দলটি, যার মধ্যে মোটা দাগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থবিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীন মত দিতে পারবেন সংসদ সদস্যরা।

এছাড়াও আগামী নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচন হতে পারে বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন।

জুনায়েদ সাকি বলেন, ‘যতগুলো প্রস্তাব এসেছে, সেখানে স্টেকহোল্ডারদের ঐকমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং জুলাই সনদ হিসেবে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা নিয়েও আমরা ভেবেছি। আমরা মনে করি দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে।’

এর আগে শুভেচ্ছা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে আলোচনায় বসে কমিশন। যেখানে ১২১ টি সুপারিশের সাথে একমত আর ২৮টিতে আংশিক একমত পোষণ করেছে দলটি।

এসএইচ