'মৌলিক সংস্কারের মূল ভিত্তি ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ'

এনসিপি ও জাতীয় ঐকমত্য কমিশন
রাজনীতি
0

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয় বা আসনভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কার মতো বিষয়গুলোকে মনে করে না জাতীয় নাগরিক পার্টি। তিনি বলেন, 'ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ- এ তিন বিষয় অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি।'

আজ (মঙ্গলবার, ৬ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন একথা বলেন।

বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এনসিপির একটি প্রতিনিধি দল। এসময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সময় অধ্যাপক ড. আলী রিয়াজ বলেন, 'সব রাজনৈতিক দলের সঙ্গে ১৫ মে এর মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে ২য় দফার আলোচনা শুরু কর হবে।'

পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দেয়া হয়েছে, সেগুলো গ্রহণ করার কথাও জানান তিনি।

সেজু