‘যারা বলে বিএনপি আ.লীগকে পুনর্বাসন করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, যারা বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। আজ (সোমবার, ১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্মরণ-সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় দেশের সব অপকর্মে ‘সরকার জড়িত’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে দেশে সার্কাস ও নাটক চলছে। দেশ খুব একটা ভালো অবস্থানে নেই। সরকার কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।’

মানবিক করিডর ও দেশে বিদেশিদের উপস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

এনএইচ