আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনই গণতন্ত্রের বাহক।’
এসময় তিনি আরো বলেন, ‘বিনিয়োগ নিয়ে দেশে সার্কাস দেখানো হচ্ছে। দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে-ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে।’
নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়াও চলমান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে গিয়ে সংস্কারের কোনো সুযোগ নেই। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ।’