রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও এস এম বজলুর রশিদ।
নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাই কোর্ট রুল জারি করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত, যাতে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলের ওপর শুনানির ৩৬ তম দিন শেষে আজ (বৃহস্পতিবার) এ রায় দেওয়া হলো।
রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর আউয়াল কমিশন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। সকল শর্ত পালন করা হলেও কমিশন বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা নির্বাচন কমিশনের নানা প্রতিকূলতা অতিক্রম করে মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘লেবার পার্টি সুস্থধারার জনকল্যাণমুখী রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন উদ্যমে কাজ করবে। গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য তৃণমুল পর্যায়ে লেবার পার্টিকে ইতিবাচকভাবে পৌঁছাতে সচেষ্ট থাকবো।’—প্রেস বিজ্ঞপ্তি