কেউ চাঁদাবাজি-দুর্নীতির রাজনীতি করলে তাদের রুখে দিতে সবাইকে নাহিদের আহ্বান

মোহাম্মদপুর টাউন হলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পথসভা
রাজনীতি
0

আর কেউ চাঁদাবাজি, দুর্নীতির রাজনীতি করলে তাদেরকে রুখে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একসাথে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। দলটির জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, সরকার কোন দলের জন্য নয়, জনগণের জন্য কাজ করতে হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় জনসংযোগ ও পথসভা করছে অভ্যুত্থানের পর গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সন্ধ্যায় মোহাম্মদপুর টাউন হলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পথসভা করে এনসিপি।

এসময় দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে নিরাপদ রাষ্ট্র গঠনের আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা। একইসাথে আগামীর সরকারকে কোনো নির্দিষ্ট দলের জন্য নয়; বরং দেশের জনগণের জন্য কাজ করার দাবি করেন তিনি।

জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘রাষ্ট্র বা সরকার শুধু কোনো একটি নির্দিষ্ট দলের জন্য কাজ করবে! তারা কাজ করবে দেশের জনগণের জন্য। রাষ্ট্র কাজ করবে সকল নাগরিকের জন্য।’

পথসভার আলোচনায় বিগত সরকারের আমলের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রজন্ম গেল দেড় দশকে নির্যাতিত হয়েছে। পাশাপাশি শিক্ষা থেকেও বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৫ বছর আমাদের উন্নয়নের গল্প শোনানো হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই উন্নয়নের সুফল সাধারণ মানুষ পর্যন্ত যায় নাই। শ্রমিক, রিকশাওয়ালা পর্যন্ত পৌঁছায় নাই। নিম্ন-মধ্যবিত্ত মানুষের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে কতিপয় বড়লোকের, কতিপয় মাফিয়ার ও কতিপয় দুর্নীতিবাজের।’

এছাড়া জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি যেকোনো জাতীয় সংকটে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান করেন তিনি। চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, আগামীতে কেউ চাঁদাবাজি-দুর্নীতির রাজনীতি করলে তাদেরকে রুখে দিতে হবে।

এছাড়াও বিগত আমলে বিভিন্ন অপরাধীদের যারা দেশ পালাতে সহযোগিতা করেছে তাদের কেউ আইনের আওতায় আনার দাবি জানান এনসিপি আহ্বায়ক। পরে মোহাম্মদপুর থেকে পথসভা শেষে ধানমন্ডি যায় এনসিপি গাড়ি বহর।

সেজু