'কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখের জন্য চাপ প্রয়োগ করছিল'

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখের জন্য চাপ প্রয়োগ করছিল। তিনি বলেন, 'সকল ধরনের নির্বাচনী আশঙ্কা বা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য একটা সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।'

আজ (শুক্রবার, ৬ জুন) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় এনসিপির পক্ষে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'তবে এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে না। আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।'

এর আগে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বলেন, 'বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।'

সেজু