বিগত তিন নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ

অভিযোগ জমা দেয়ার পর বিএনপির প্রেস ব্রিফিং
দেশে এখন
রাজনীতি
0

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংবিধান লঙ্ঘন এবং অনিয়মের অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তৎকালীন তিনজন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিবসহ মোট ১৯ জন এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি।

আজ (রোববার, ২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আবেদন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসিরউদ্দিনের কাছে জমা দেন বিএনপির প্রতিনিধিদল।

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলের নির্বাহী কমিটির সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খান গণমাধ্যমকে জানান, বিতর্কিত ওই তিনটি নির্বাচন ঘিরে বহুবার অভিযোগ করা হলেও তৎকালীন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এবার আমরা আশা করছি বর্তমান কমিশন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

আবেদনে বলা হয়েছে, বিগত নির্বাচনগুলোতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন, নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ এবং কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মো. মিজানুর রহমান, মো. ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান উপস্থিত ছিলেন।

ইএ