এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে। সেজন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।'
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, 'কিছুক্ষণ আগে এনসিপি অফিসের ভবনের সামনে অজ্ঞাতনামা কেউ এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ সময় সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন।'
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানান।