এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজনীতি
0

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) রাতে এনসিপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের আরেকজন নেতা আহত হয়েছেন বলে জানা যায়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে। সেজন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।'

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, 'কিছুক্ষণ আগে এনসিপি অফিসের ভবনের সামনে অজ্ঞাতনামা কেউ এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ সময় সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন।'

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানান।

এসএইচ