আজ (রোববার, ২৯ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, ‘গণহত্যার বিচার ও জরুরি সংস্কারকে বাধা হিসেবে তুলে ধরে একটি মহল নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা অপকর্মে জড়ালে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’ সদস্য নবায়ন বা নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাউকে বিএনপির সদস্য করা যাবে না।’