গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে এনসিপির ষষ্ঠদিনের পদযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদের বিচার, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের দাবি উঠেছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় দাদাদের বাহাদুরি রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার ষষ্ঠ দিন। উত্তরের পথযাত্রা আর পথ সভা শেষে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের পকেটে থাকা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীতে দীপ্তকন্ঠে শুরুহয় পদযাত্রার সূচনা।
দুপুর ১টা ১৮ মিনিটে পৌরনগরীর শান্তির মোড়ে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। স্বাগত জানাতে আসা নেতাদের নিয়ে হাসনাত আবদুল্লাহর শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। পরে প্রায় আড়াই কিলোমিটার পদযাত্রায় চাঁদাবাজি বন্ধ, ফ্যাসিবাদীদের বিচার আর সংস্কারের স্লোগান উচ্চারিত হয়।
উত্তরের সমন্বয়ক সারজিস আলম, জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হাতে হাত রেখে হাটেন। হাত নেড়ে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ পদযাত্রার মধ্যদিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চান তরুণ নেতারা। তারুণ্যে নির্ভর দলটি বিপ্লব পরবর্তী দেশ গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন ও জনআকাঙ্খার কথা শুনতে হাঁটছেন গ্রাম-নগরের পথেপ্রান্তরে।
চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়, নিমতলা, বড় ইন্দারার মোড়ে পেরিয়ে কলেজ গেটে এসে পথ সভায় যোগ দেন এনসিপির নেতারা।
এসময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘শেখ হাসিনা টুপ করে ঢুকতে চাইলে তাকে ধরে আম গাছে বেধে রাখা হবে। বিচার করা হবে।’
তিনি বলেন, ‘এ দেশে নতুন সংবিধানের দরকার।’ এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘ দিন বৈষম্যের শিকার হয়েছে। এখন তা মোচন করা হবে বলেও জানান তিনি।
এরপর বক্তব্য রাখেন, এনসিপি প্রধান নাহিদ ইসলাম। তার বক্তব্যে উঠে আসে ঐতিহাসিক চাঁপাইনবাবগঞ্জের বঞ্চনার গল্প। আম, কুটির শিল্পের বিষয়ে কাজ করার কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। তবুও এ শিল্প গড়তে এবং এ ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে বিগত কোনো নেতা বা দল কেউই পদক্ষেপ নেয়নি।’
তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের জন্য যে আন্দোলন হচ্ছে তা সরকারকে মেনে নিতে বলছি।’ এনসিপির এ নেতা বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, আমরা সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, জুলাই সনদ চেয়েছি আমরা। একটি ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি।’
এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করেছে। সীমান্তে দাদাদের অনেক বাহাদুরি হয়েছে, আমরা তা মেনে নেবো না।’
এছাড়া আগামীর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার কথা বলেন নেতারা। চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচি শেষে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।