তিনি বলেন, ‘শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, জনগণেরও। সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘জনগণের প্রয়োজনেই দ্রুত নির্বাচিত সরকার দরকার।’
যারা নির্বাচন চাচ্ছে না তাদের ভেবে দেখা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের শাস্তির দাবি জানিয়ে দেশকে সঠিক ট্র্যাকে উঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বিএনপি।’
বিএনপির এ প্রবীণ নেতা বলেন, ‘দেশকে সবাই মিলে বাঁচাতে হবে, দেশকে সঠিক ট্রাকে উঠানো সব রাজনৈতিক দলের দায়িত্ব।’