বিএনপি একমত হতে পারছে না বিধায় সংস্কার পূর্ণ হচ্ছে না: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
0

বিএনপি একমত হতে পারছে না বিধায় সংস্কার পূর্ণ হচ্ছে না অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঐকমত্যে না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আর সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিই একমাত্র উপায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চাপে পড়ে সংস্কারে রাজি হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কি না; সেই অনিশ্চয়তা এখনই দেখা দিয়েছে। আজ (শনিবার, ১২ জুলাই) সকালে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব কথা।

জুলাই মাসের মধ্যেই মৌলিক সংস্কারের ‘জুলাই সনদ’ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রায় পাঁচ মাসে দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৫০ শ’র অধিক বৈঠকের পরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি শাসনতন্ত্রের মৌলিক কোনো বিষয়ের।

এমন সময় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠকে অংশ নেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বৈঠকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচনের বিষয়ে মত দেন বক্তারা। বলেন, এ পদ্ধতি বাস্তবায়নে ৩০০ আসনে কাদের দেয়া হবে সব দলকে আগে থেকে তা ঘোষণা করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। উঠে আসে জুলাই ঘোষণাপত্রের কথা।

জাতীয় ঐক্যের প্রয়োজনে সমস্ত বিতর্ক বাদ দিয়ে রাষ্ট্রের কল্যাণের জন্য সবাইকে একমত হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, ‘আগামীতে ক্ষমতায় আসা দলকে গণঅভ্যুত্থানের চেতনা অব্যাহত রেখে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে।’

বিএনপি একমত হতে পারছে না বিধায় সংস্কার পূর্ণ হচ্ছে না অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঐকমত্যে না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে।’

সংস্কারের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিই একমাত্র উপায় উল্লেখ করে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘চাপে পড়ে সংস্কারে রাজি হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কি না, সেই অনিশ্চয়তা এখনই দেখা দিয়েছে।’

এনএইচ