‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, বিএনপি এ কথা আর শুনতে চায় না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান
এখন জনপদে
রাজনীতি
0

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এ কথা আর কারো থেকে শুনতে চায় না। তিনি বলেন, 'এ কথা বর্তমানের অন্তর্বর্তী সরকারের থেকে শুনতে চায় না।' আজ (শনিবার, ১২ জুলাই) রাজশাহীতে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব আওয়ামী লীগের বাকশালকে সরিয়ে পুনরায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, যা ১৮ কোটি মানুষ তাদের দিয়েছে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘যতো দ্রুত সম্ভব একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন।’

তিনি বলেন, ‘বিগত তিন তিনটি নির্বাচন তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। তরুণ প্রবীণরা ভোট দেবার জন্য উন্মুখ হয়ে রয়েছে। আমরা জানি সংস্কার এবং ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে। তার বক্তব্যে স্পষ্ট করেন যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।’

এ সময় তিনি বিগত সরকার আওয়ামী লীগের মত আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন।

অনুষ্ঠানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়।

সেজু