'পুলিশ সংস্কার না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতে পারে'

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি
রাজনীতি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় ১ বছর পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হওয়ার অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'নির্বাচনের আগে পুলিশ সংস্কার না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি পারে।' আর এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসলে তার দায় সরকার এড়াতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

আজ (শনিবার, ১২ জুলাই) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে প্লাটফর্মটির মুখপাত্র সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করেন।

আরও পড়ুন:

এসময়, বিএনপিকে সতর্ক করে শরীফ ওসমান হাদী বলেন, 'জুলাইয়ের স্পিরিট ধারণ করে রাজনীতি না করলে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও করুণ হবে।'

সেজু