বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
0

বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ১৩ জুলাই) রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই ‘তারেক রহমান— দ্য হোপ অব বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি মহল সুনির্দিষ্টভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে সাইবার হামলা করছে। তার দল অপপ্রচারের শিকার বলেও দাবি করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে।’ 

বিএনপি বার বার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না।’ 

এসময় তিনি জানান, তারেক রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ফুটে উঠেছে ‘তারেক রহমান— দ্য হোপ অব বাংলাদেশ’ বইটিতে।

এসএইচ