বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের পতনের পরও কিছু দুস্কৃতিকারী দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আজকের ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের আহত করার ঘটনা এ ষড়যন্ত্রেরই অংশ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলার চরম অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা মরণকামড় দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেই এই হামলা।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ও গণতন্ত্র রক্ষায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এর ব্যত্যয় হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।’
বিবৃতির শেষাংশে বিএনপি মহাসচিব হামলাকারী দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।