সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় ৪ জন নিহত হয়েছেন। এতে প্রতীয়মান হয়, ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসে পরিকল্পিত পথে এগোচ্ছে। জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাদের কর্মসূচিকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।
বৈঠকে আরও বলা হয়, সরকারকে পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়েছে, যা গণতন্ত্র ধ্বংসের আরেকটি প্রমাণ। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
এছাড়াও সভায় মিডফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে কিছু রাজনৈতিক দলের ‘অশালীন ও শিষ্টাচারহীন বক্তব্যে’ তীব্র ক্ষোভ জানানো হয়। সভায় দাবি করা হয়, এসব বক্তব্য রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে এবং জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ব্যবহৃত হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে দেশে আইনশৃঙ্খলার অবনতিতেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সভাকে বিস্তারিত অবহিত করেন। সভায় সিদ্ধান্ত হয়, আজ রাত ৮টায় এ বিষয়ে পুনরায় আলোচনা হবে।