আওয়ামী লীগ নির্মূলের মধ্যে দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে: হাসনাত

রাজবাড়ীতে পদযাত্রা সমাবেশে এনসিপি নেতারা
এখন জনপদে
রাজনীতি
1

সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। কড়া নিরাপত্তায় খুলনা থেকে প্রথমে ফরিদপুরে জুলাই পদযাত্রা করে এ হুঁশিয়ারি দেন নাহিদরা। পরে সেখান থেকে রাজবাড়ীতে পদযাত্রা করে, আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘লীগ নির্মূলের মধ্যে দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে।’ এসময় রাজবাড়ীর পুত্রবধূ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পক্ষ থেকে এলো প্রতিশ্রুতি- দেন স্থানীয়দের স্বাস্থ্যসেবাসহ জীবনমান উন্নয়নের।

গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার রেশ ধরা দিলো পার্শ্ববর্তী জেলা ফরিদপুর এসেও। কড়া নিরাপত্তায় নগরীর সার্কিট হাউস থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা শেষ হয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জনতা ব্যাংক মোড়ে। পুরো পথ জুড়ে এনসিপি নেতাকর্মীদের কণ্ঠে ছিল জুলাই সমুন্নত রাখার স্লোগান।

গোপালগঞ্জে হামলার জের ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারো তোপ দাগেন এনসিপি নেতারা। আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে তারা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জ করার হুঁশিয়ারি দেন।

এরপরেই নেতাদের গাড়িবহর যাত্রা শুরু করে রাজবাড়ীর উদ্দেশে। রাস্তার ধারে দাঁড়িয়ে নাহিদ-হাসনাতদের অভ্যর্থনা জানায় এখানের কর্মী সমর্থকরা।

যে বার্তা নেয়ার প্রতিক্ষায় ছিল রাজবাড়ীর এনসিপি কর্মীরা সেই প্রত্যাশিত বার্তা এলো এলাকার পুত্রবধূ ডা. তাসনিম জারার পক্ষ থেকে। প্রতিশ্রুতি দেন মানুষের স্বাস্থ্যসেবাসহ জীবনমান উন্নয়নের।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা মাঠে এই জন্য নেমেছি যেন দেশটা সুন্দর হয়। দেশটা যেন সকল নাগরিকে হয়। সেজন্য যা যা করা প্রয়োজন। যেসব সংস্কার করা প্রয়োজন আমরা সব কিছু করে ছাড়বো।’

রাজবাড়িতে আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। লীগ নির্মূলের মধ্যে দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। আর নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে, কীভাবে মুজিববাদ দেশকে বিভাজিত করেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদের সাক্ষী রেখে মুজিবের বুকের মাটির উপর দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি মুজিববাদ, মুর্দাবাদ।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এইটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শ কেউ পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে, সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবো না। তাদেরকে আমাদের আইনি, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে সকল উপায়ে মোকাবেলা করতে হবে।’

সকল বাধা উপেক্ষা করে ৬৪ জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে বলে জানায় এনসিপি নেতারা।

আর ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণায় কর্মী সমর্থকদের জড়ো হবার আহ্বান জানায় নেতারা।

সেজু