এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো চাপ সৃষ্টি করে বিএনপিকে দমানো যাবে না। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা আবারও ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে ঘুরিয়ে-প্যাঁচিয়ে দোষারোপ করার চেষ্টা করছেন যে; আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি। কিন্তু সরকারের সংস্কার বিষয়ে অগ্রগতি দেখা যাচ্ছে না।’
এসময় নতুন বাংলাদেশ গড়তে বিএনপি নেতাকর্মীদের ভালো কাজ করার পরামর্শও দেন তিনি।