‘নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় করা হবে’

কথা বলেছেন জামায়াতের ঢাকা উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম
রাজনীতি
0

আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। আজ (সোমবার, ২৫ আগস্ট) রামপুরা কাঁচা বাজার এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি। এছাড়া এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারলে এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে।’

আরও পড়ুন:

সেই সঙ্গে পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এ দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না।’ বিক্ষোভ মিছিলটি রামপুরা থেকে শুরু হয়ে শেষ হয় মগবাজারে গিয়ে।

এসএইচ