বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা তামিম ইকবালের

এখন মাঠে
0

আসন্ন অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। দীর্ঘদিন ধরে এ নিয়ে গুঞ্জন থাকলেও এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেটের এ ওপেনার নিজে নিশ্চিত করলেন বিষয়টি।

দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তামিম জানান, আসন্ন নির্বাচনে তিনি লড়তে চান। তবে তার দৃষ্টি উঁচুতে।

আরও পড়ুন:

তামিম ইকবালের ভাষ্য, সমর্থন থাকলে বিসিবি সভাপতি পদেও দেখা যেতে পারে তাকে।

বোর্ডের সর্বোচ্চ এ পদে বসলে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে মনোযোগ দিতে চান দেশসেরা এ ওপেনার।

এছাড়া, আগামী প্রজন্মের জন্য স্কুল ক্রিকেটে বিনিয়োগ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। মাঠের থেকেও এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার প্রয়োজনীয়তা বেশি বলে জানান তামিম।

এফএস