এ জয়ে দুই দলেরই তিন ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে শুরুতে উইকেট হারায় দলটি।
পরে সেদিকুল্লাহ আতাল এবং ইব্রাহিম জাদরানের ১১৩ রানের জুটিতে ঘুরে দাড়িয়ে ৫ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান।
আরও পড়ুন:
জবাবে ব্যাটিংয়ে নেমে ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী, রশিদ খানদের সামনে শুরু থেকে বিপাকে পড়ে পাকিস্তান। স্কোরবোর্ডে ৭৫ রান তুলতেই ৫ উইকেট হারায় দলটি।
তবে শেষ দিকে হারিস রউফের ঝোড়ো ব্যাটিংয়ে ১৬ বলে ৩৪ রানেও জেতাতে পারেনি দলকে। পাকিস্তান আটকে যায় ৯ উইকেটে ১৫১ রানে।