জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে এগিয়ে রাখছেন প্রধান নির্বাচক

ক্রিকেট
এখন মাঠে
0

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, প্রথমবার দলে জায়গা পেয়েছেন পেসার তানজিম সাকিব। লিটন-তাসকিনরা না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে দলকে এগিয়ে রাখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সাদা পোশাকে প্রায় চার মাসের বিরতি কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে হলেও খুব বেশি পরীক্ষা-নিরীক্ষায় যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশের পেস বোলিংয়ের পোস্টার বয় তাসকিন আহমেদকে দেয়া হয়েছে বিশ্রাম। স্থলাভিষিক্ত হয়েছেন রঙিন পোশাকের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। যদিও গেল প্রথম শ্রেণির আসরে এক ম্যাচে সমান সংখ্যক উইকেট পেয়েছিলেন জুনিয়র সাকিব। অন্যদিকে বিগত সফরগুলোতে দলের সঙ্গে থাকা রেজাউর রহমান রাজা চার ম্যাচে ২০ উইকেট নিলেও সুযোগ হয়নি স্কোয়াডে।

আশরাফ হোসেন লিপু বলেন, 'আমাদের পেস বোলিং ইউনিটে তানজিম সাকিবকে দেখতে পাবো। তিনি এর আগে সাদা বলের ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে। তাসকিনের ব্যাপারে আমাদের স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়।'

ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দেয়া অমিত হাসান সুযোগ পেতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে তিনি জায়গা না পেলেও তরুণদের আশার বাণী শুনিয়েছেন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, 'সামনে আমাদের জাতীয় দলের বাইরেও প্রচুর ম্যাচ আছে। তাদের জন্য খেলার অনেক সুযোগ রয়েছে।'

জুনে শ্রীলঙ্কা সফর করবে শান্তবাহিনী। তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটাকে ব্যাটারদের ফিরে আসার সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। আসন্ন সিরিজেও নিজেদেরই এগিয়ে রাখছেন তিনি।

আশরাফ হোসেন লিপু বলেন, 'শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী সিরিজ খেলার আগে আমি আশা করি ব্যাটিং বোলিং ইউনিট হিসেবে আমাদের এ দলটি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে পারফরম্যান্স করে দেখানোর জন্য।'

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু হবে ২০ এপ্রিল। এর আগে ১১ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

এসএস