বিসিবি নির্বাচন: ৩ সদস্যের কমিশন ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ সদস্যের নির্বাচন কমিশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বিসিবির মিডিয়া বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে আরও আছেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ।

আরও পড়ুন:

অপর কমিশনার হিসেবে যুক্ত হবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের বিসিবি বোর্ড পরিচালক এবং সভাপতি পদের নির্বাচন।

এসএইচ