তবে মুশফিকের লেগেছে ৯৯ ইনিংস, যেখানে লিটনের লেগেছে মাত্র ৬৪ ইনিংস। মুশফিকের ইনিংস প্রতি ডিসমিসাল ১ দশমিক ১৪১, বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ১ দশমিক ৭৬৫।
বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলটের। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল ৮৭টি। ইনিংস প্রতি ডিসমিসাল ১ দশমিক ৪২।
কমপক্ষে ১০ ডিসমিসাল আছে এমন রেকর্ডে সবার উপরে উইকেটকিপার নুরুল হাসান সোহান। ইনিংস প্রতি তার ডিসমিসাল ১ দশমিক ৮৮।