বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট ডিসমিসালের রেকর্ড লিটনের

বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের। টেস্টে লিটনের মোট ডিসমিসাল ১১৩টি। সমান সংখ্যক ডিসমিসাল নিয়ে লিটনের পাশেই আছেন মুশফিকুর রহিম।

তবে মুশফিকের লেগেছে ৯৯ ইনিংস, যেখানে লিটনের লেগেছে মাত্র ৬৪ ইনিংস। মুশফিকের ইনিংস প্রতি ডিসমিসাল ১ দশমিক ১৪১, বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ১ দশমিক ৭৬৫।

বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলটের। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল ৮৭টি। ইনিংস প্রতি ডিসমিসাল ১ দশমিক ৪২। 

কমপক্ষে ১০ ডিসমিসাল আছে এমন রেকর্ডে সবার উপরে উইকেটকিপার নুরুল হাসান সোহান। ইনিংস প্রতি তার ডিসমিসাল ১ দশমিক ৮৮।

এসএইচ