চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেললেন জাতীয় দলের একাংশ

চট্টগ্রাম
চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়রা
ক্রিকেট
এখন মাঠে
0

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার (২৪ জুন) ও আজ (বুধবার, ২৫ জুন) দুইদিন ৫০ ওভারের দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলেছেন টেস্ট দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তাদের।

টসে জিতে লাল দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ তামিম ও শরিফুলরা। আগামী ২ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। 

এরই মধ্যে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডের সদস্যরা দ্বিতীয় টেস্টে জয়ের জন্য লড়াই করছেন। 

ওয়ানডে সিরিজে সহজ জয় নিশ্চিত করতে টেস্ট স্কোয়াডে যারা নেই তারাই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন চট্টগ্রামে। বিরতি দিয়ে আবারো অধিনায়কত্বে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর নেতৃত্বেই ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরছেন তাসকিন ও মোস্তাফিজ। 

এ ছাড়াও, শামীম পাটোয়ারি, নাঈম শেখদেরও দেখা যাবে ওয়ানডে সিরিজে। আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এসএইচ