১০০ স্কুলে সিনথেটিক পিচের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট মর্যাদার রজতজয়ন্তীতে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে এ লক্ষ্যে ১০০ স্কুল মাঠে সিনথেটিক পিচ দেয়ার অঙ্গীকার করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

২৬ জুন। দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক এক দিন। ২০০০ সালের এই দিনেই নয়টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ।

ঐতিহাসিক এই দিনটির ২৫ বছর পূর্তিতে প্রথম টেস্ট দলের সদস্য ও সাবেক ক্রিকেটারদের নিয়ে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। এতে, বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের তুলে আনতে ১০০ স্কুলে সিনথেটিক পিচ বসানোর অঙ্গীকার করলেন ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘বিকেন্দ্রীকরণের যে উদ্যোগ বা কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এর মাধ্যমে আমরা একদম পাড়াগায়ের বা অলিগলিতে ক্রিকেট খেলা কোনো বাচ্চাকেউ আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবো। অনেকেই স্কুল ক্রিকেটে ভালো করে। আমরা সে জায়গা থেকে বিশ্লেষণ করে বিসিবির সহায়তা নিয়ে ১০০টি স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ করে দিবো।’

টেস্টে হাঁটি হাঁটি পা-পা করে ২৫ বছর পাড়ি দিলেও অভিজাত এই ফরম্যাটে নিজেদের উন্নতির সুযোগ দেখছেন বিসিবি প্রধান। দায়িত্ব নেওয়ার পরপরই শুরু করেছেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজ। আর এ লক্ষ্যে এখন থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার বিসিবি সভাপতির।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘চারটা সাইডে আমরা চারটা ছোট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অব ক্রিকেট থাকবে। তিনি তদারকি করবেন, তার জেলায় বা তার অধীনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি। একটা ফান্ডিং মডেল তৈরি করছি। যেখানে তাদের সবসময় মিরপুরের ওপর নির্ভর করতে হবে না।’

২৫ বছরের পথ চলায় পেরোতে হয়েছে বেশকিছু চড়াই উৎড়াই। এসেছে বহু ব্যক্তিগত অর্জন। তবে, তেমন একটা নেই দলগত অর্জন। ক্রিকেটের আদিম ফরম্যাটে তাই বাংলাদেশের পথচলা মসৃণ করার প্রত্যয় নতুন বিসিবি প্রধানের।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে যেতে হবে বহুদূর। আগের ২৫ বছরের প্রাপ্তিকে সঙ্গী করে আগামী দিনগুলোতেও সাফল্যের প্রত্যাশা দেশের সকল ক্রিকেটপ্রেমীর।

এসএস