ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা আরও একবার দখল করেছে ক্রিকেটের শিরোনাম। পাকিস্তানকে বয়কটের ডাক দিয়ে দেশটির বিপক্ষে ক্রিকেট খেলা থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলো বিসিসিআই। এবার সেই সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে ২০২৫ সালের এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত সূচি ঘোষণা করেনি ভারতের ক্রিকেট বোর্ড। আর সেটাই চিন্তার ভাঁজ ফেলেছে স্পন্সর এবং এসিসির কপালে।
সূচি ঘোষণার প্রশ্নে ভারতের ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে এসিসি। যেখানে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রসঙ্গ এনে দ্রুতই এশিয়া কাপের রূপরেখা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর অন্তত ৬০ থেকে ৯০ দিন আগেই পুরো আসরের সময়সূচি ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। এসিসির শঙ্কা, বর্তমান পরিস্থিতি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অবনতির কারণ হতে পারে।
যদিও এসিসি এবং বিসিসিআইয়ের আলাপ-আলোচনার মধ্যেই নতুন খবর সামনে এনেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি, সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েই আছে। ৭ সেপ্টেম্বর দুবাইয়ে হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এমনকি পুরো আসরই আরব আমিরাতে হতে পারে এমন খবরও সামনে এনেছে ভারতের গণমাধ্যমগুলো। যদিও এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি বিসিসিআই কিংবা এসিসি।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপকেই ড্রেস রিহার্সেল হিসেবে বিবেচনায় রেখেছিল দলগুলো। কিন্তু সাম্প্রতিক জটিল পরিস্থিতি এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরকে রেখেছে অপেক্ষায়। সেই সঙ্গে অপেক্ষায় রেখেছে ক্রিকেট ভক্তদেরও।