ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। জনমনে নেতিবাচক ধারণা। ক্রিকেটে উত্তরণের পথ কোথায়? উত্তর খোঁজার চেষ্টায় এখন স্পোর্টস।
ভক্তদের একজন বলেন, ‘পঞ্চপাণ্ডব যাওয়ার পরে ক্রিকেট যেন কেমন হয়ে গিয়েছে।’
আরেকজন বলেন, ‘ক্রিকেটারদের বেতন যেন পারফরম্যান্সের উপর নির্ভর করে দেয়া হয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ব্যাটিং করতে অ্যাপ্রোচ পরিবর্তন চান ভক্তরা। দেশের বাইরে স্পোর্টিং পিচে বেশি বেশি খেলা ও ম্যাচ সিচুয়েশন বুঝে ব্যাটিংয়ের তাগিদ সবার। আন্তর্জাতিক মানসম্পন্ন কোচের তত্ত্বাবধানে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই বলে অভিমত তাদের।
ভক্তদের আরেকজন বলেন, ‘বড় যারা খেলোয়াড় আছে তারা নিজের পার্সোনাল সফলতার দিকে মনোযোগ দিতে গিয়ে দলগত সফলতা হারিয়ে ফেলছে।’
ক্রিকেটপ্রেমীরা মনে করেন দেশে বিশ্বমানের ক্রিকেটারের ঘাটতি প্রকট। নতুন অধিনায়ক মিরাজকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা। ক্রিকেট বিকেন্দ্রীকরণ ও নতুন ক্রিকেটার তৈরির বিকল্প নেই বলে জানালেন ভক্তরা।
দেশের ক্রিকেটের বর্তমান পারফরম্যান্স নিম্নমুখী। কেউ কেউ চান পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো। ব্যর্থ ক্রিকেটারদের দলে থাকার সুযোগ নেই বলে মানেন সবাই। খেলোয়াড়দের মনোসংযোগের অভাব, ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সমন্বয়হীনতাকে ব্যর্থতার কারণ মানছেন ভক্তরা। নিম্নমুখী পারফরম্যান্সে হতাশ ভক্তকুল।