আঞ্চলিক ক্রিকেটে মনোনিবেশ বিসিবির, ঢাকার বাইরেও টুর্নামেন্ট আয়োজনে জোর

জাতীয় ক্রিকেট একাডেমি ভবন
ক্রিকেট
এখন মাঠে
0

ভালো ক্রিকেটার তৈরিতে আঞ্চলিক ক্রিকেটে মনোনিবেশ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে মিরপুরের উইকেটে ব্যস্ত না থেকে দেশের অন্যান্য মাঠেও খেলা আয়োজনে জোর দিতে চায় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটি তাই আয়োজন হচ্ছে না ঢাকায়।

পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জয়, যা অবশ্যই দেশের ক্রিকেটে ইতিহাস। তবে এ জয়ে হয়তো খুশি থাকবেন না ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তা এমনকি ভক্ত-সমর্থকরাও। কারণটা লো-স্কোরিং ম্যাচ। তাই এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে যে সিরিজটি আয়োজন করতে চায় বিসিবি তা হচ্ছে না মিরপুরে।

বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘যে সিরিজটা আমরা খেলেছি, সেখানকার উইকেটটা হয়তো খুব একটা ভালো ছিল না, ওয়েদার এবং সময়ের জন্য। সেখানে যদি এ ধরণের পরিস্থিতি হয়, তাহলে আমরা ঢাকার বাইরে যে উইকেটে ভালো রান হয় সেখানে আমরা প্ল্যান করেছি, চিন্তা-ভাবনা করেছি ওখানেও খেলানোর জন্য।’

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগকে নিয়ে অস্বস্তিতে বিসিবি। কারণটাও জানিয়েছেন আকরাম খান। আগ্রহের ভিত্তিতে বিভাগটির কোচ করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। পাশাপাশি বেশকিছু দায়িত্ব ভাগ করে দেয়ার চিন্তা বিসিবির।

আকরাম খান বলেন, ‘অন্য কোনো ডিভিশনে ওই ধরনের কোনো কথাবার্তা হয় না। এরা ম্যানেজার নিয়ে হ্যাপি নয়, কোচ নিয়ে হ্যাপি নয়, ক্যাপ্টেন নিয়ে হ্যাপি নয়, খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব আছে। বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের ওয়ান অব দ্যা বেস্ট খেলোয়াড়দের মধ্যে একজন আশরাফুল, ওকে আমরা বরিশালের কোচ হিসেবে দিচ্ছি এবং সে আগ্রহও দেখিয়েছে।’

আরও পড়ুন:

বিসিবির উপরে চাপ কমাতে বিভাগগুলোকে নিতে হবে দায়িত্ব। তারই অংশ হিসেবে চট্টগ্রাম ডিভিশনে আয়োজন হচ্ছে টি-টোয়েন্টি লিগ। এরই মধ্যে চুড়ান্ত হয়েছে খেলার সূচি।

বিসিবি পরিচালক বলেন, ‘চট্টগ্রামে ইন জেনারেল একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করছি। যেটা আমরা আগস্টের ২৭ তারিখে শুরু করবো। সেখানে আমার বিভাগে ১১টা জেলা আছে, তারা অংশ নেবে। ওখান থেকে ২-৩টা ভালো খেলোয়াড় পেলেও ও কিন্তু আবার ন্যাশনালে গিয়ে চট্টগ্রামের হয়ে খেলতে পারবে।’

সব ফরম্যাটে ভালো ক্রিকেটার বের করতে আঞ্চলিক ক্রিকেটে মনোযোগ বিসিবির। সুন্দরভাবে টুর্নামেন্টগুলো আয়োজন হলে বাড়বে খেলার মান এমনটাই মত সংশ্লিষ্টদের।

এসএইচ