২৪ বছর পর সেমিফাইনালে রেকর্ড গোলের ড্র

ইন্টার মিলান ও বার্সেলোনা
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ১৯৯৯ সালের পর এ আসরের শেষ চারের ম্যাচে এতো বেশি গোলের ড্র ম্যাচ আর দেখেনি কেউ।

অলিম্পিক স্টেডিয়ামে এ মৌসুমের রেকর্ডসংখ্যক দর্শকের সামনে কাতালানদের বিপক্ষে সমানে সমান লড়াই করেছে ইন্টার মিলান। ম্যাচের শুরুর ৩০ সেকেন্ডেই এগিয়ে যায় মিলান।

এরপর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডামপ্রিস। দুই গোলে পিছিয়ে পড়েও হতাশ হয়নি বার্সা শিবির।

২৪ মিনিটে ইতালিয়ান ক্লাবটির জালে প্রথম গোল করেন স্প্যানিশ লামিনে ইয়ামাল। তার ১৪ মিনিট পর বার্সেলোনাকে সমতায় ফেরায় ফেরান তরেস। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইন্টারকে আবারো এগিয়ে দেন ডামপ্রিস।

মিলানের এই এগিয়ে যাওয়া অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি রাফিনিয়া। এতে ৯০ মিনিট শেষে স্কোর লাইন দাঁড়ায় ৩-৩।

মের ৭ তারিখে সান সিরোয় ফাইনাল নির্ধারণী ম্যাচে দ্বিতীয় লেগের খেলায় মাঠে নামবে দুদল।

সেজু