১৯৭০ সালে পেশাদার ফুটবলে পা রাখা লুইসের জাতীয় দলের অভিষেক হয় ১৯৭৫ সালে। আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বকাপজয়ে ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই খেলোয়াড়।
টুর্নামেন্টে সব ম্যাচেই খেলেছেন তিনি। ১৯৮২ বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন লুইস। সে আসরে ভালো করতে না পারায় পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই ডিফেন্ডার। ১৯৮৭ সালে বিদায় বলেন পেশাদার ফুটবলকেই।