চার মাস আগে কমলাপুর টার্ফের কাজ শেষের সময় জানিয়ে দিয়েছিল বাফুফের সাধারণ সম্পাদক। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত টার্ফ বসানোর কাজ শুরুই করেনি ফিফার ঠিক করে দেয়া এজেন্সি।
কারণ জানতে আবারও বাফুফের সাধারণ সম্পাদকের খোঁজ। তবে তুষার ইমরানের উত্তরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যার কাঁধে বিশ্ব ফুটবলের দায়িত্ব সেই ফিফাই করে বসেছে বিশাল ভুল। সংস্থাটির পাঠানো প্রতিনিধির দেয়া তথ্যের ভিত্তিতে পিছিয়ে গেছে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ বসানোর কাজ।
বাফুফের সাধারণ সম্পাদক তুষার ইমরান বলেন, ‘সাব বেইজের যে কাজটা সেটা ফিফার বিশেষজ্ঞরা আসলে বলতে ভুল করেছে যে এখানে অনেকগুলো কাজ বাকি। সাব বেইজের যে মাটি রয়েছে এবং পাইপের যে লাইন ছিল, এগুলো আসলে পুরোনো হয়ে গেছে এবং এটা দিয়ে পানি পাস হচ্ছে না। এর কারণে ওখানে পানি জমে থাকতো। সেজন্যই তারা নতুন করে সাব বেইজের কাজটি শুরু করেছে।’
তবে দেরি হলেও আশার খবর, ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম থেকে আসবে নতুন টার্ফ। পুরো কাজ শেষে খেলা শুরু করা যাবে চলতি বছরের মধ্যে।
তুষার ইমরান আরো বলেন, ‘আমরা তো চাই সবাই এটা খেলুক এবং যতটা বেশি সম্ভব এটার ব্যবহার হোক। যদি দরকার হয়, তাহলে ফিফার অথবা অন্য ফান্ড দিয়ে আমরা এটা আবার পরবর্তীতে নতুন করে বসানোর ব্যবস্থা করবো। এটা ফুটবলের জন্য ভালো।’
শুধু কমলাপুর নয় ফিফার ৯ কোটি টাকার বেশি অর্থায়নে পরিবর্তন হচ্ছে বাফুফের টার্ফও। সঙ্গে খেলোয়াড়দের জন্য তৈরি করা হচ্ছে ড্রেসিংরুম।