ক্লাব বিশ্বকাপে আজ মাঠে নামছে রিয়াল, কোচ হিসেবে শুরু আলোনসোর

ম্যাচের আগে অনুশীলনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আজ (বুধবার, ১৮ জুন) দিবাগত রাত ১টায় হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের ম্যানেজার হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন জাবি আলোনসো। তবে জ্বরের কারণে ম্যাচে অনিশ্চিত কিলিয়ান এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো বলছেন, এমবাপ্পের জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারা।

মঙ্গলবার (১৭ জুন) দলের প্রথম অনুশীলনে ছিলেন না এমবাপ্পে। গত মৌসুমে রিয়ালের অন্যতম পারফর্মার ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলে গোল করেছেন ৪৩টি। 

তাছাড়া ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় আন্তোনিও রুডিগার, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কারভাহাল ও এডার মিলিতাওদেরও না খেলার সম্ভাবনা বেশি। এ ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের ডাগ আউটে অভিষেক হচ্ছে ক্লাব লিজেন্ড জাবি আলোনসোর। 

অন্যদিকে, আল হিলাল গত মৌসুমে সৌদি লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। তার আগের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২২ ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালকে হারিয়েই শিরোপা জিতেছিলো লস ব্লাঙ্কোসরা।

এসএইচ